শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

নুমালিগড় রিফাইনারির জন্য কার্গো আসলো আসামে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) সম্প্রসারণের জন্য ওভার ডাইমেনশনাল কার্গো (ওডিসি) এর প্রথম চালান এসে পৌঁছেছে বলে জানা যায় একটি সরকারি বিজ্ঞপ্তি থেকে। শুক্রবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এনআরএল জেটিতে আইডব্লুউএআই জাহাজ এমভি মেরিন ৬৬ দ্বারা পরিচালিত ওডিসিকে অভ্যর্থনা জানান।

এটি ৩টি থেকে ৯টি পর্যন্ত এনআরএল ক্ষমতা সম্প্রসারণের জন্য বন্দর, শিপিং এবং ভারতের জলপথ মন্ত্রণালয়ের নোডাল সংস্থা এবং দেশের অভ্যন্তরীণ জলপথের দায়িত্বে থাকা ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা পরিবহন করা প্রথম চালান।

এনআরএল এবং আইডব্লিউএআই উভয়েই এই সম্প্রসারণ প্রকল্পের জন্য মোট ২৪টি ওডিসি এবং ওভারওয়েট কার্গো পরিবহনের ব্যাপারে গত বছর একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। ১৮ মার্চ কলকাতা ত্যাগ করে ওডিসি টি এনআরএল জেটিতে পৌঁছানোর জন্য ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটে প্রায় তিন মাস ধরে ভ্রমণ করে।

আইডব্লুউএআই, ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সহায়তায়, মার্চ মাস থেকে ধানসিঁড়ি নদীর পাঁচটি স্থানে তিনটি ড্রেজার নিয়োগ করেছে।

আরো পড়ুন: হুনিশে : ভারতের নাগাল্যান্ডের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম

কার্গো গ্রহণের পর সোনোয়াল জানান এর মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর পরিবহনের মাধ্যমে দেশের যে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছেন তা অনেকাংশে সফল হবে। জলপথের মাধ্যমে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে,এনআরএল-এ প্রথম ওডিসি-এর সফল আগমন, আসামের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতেও বিশাল পরিবর্তন বয়ে আনবে।


এম এইচ ডি/ আই.কে.জে/

নুমালিগড় রিফাইনারি কার্গো আসাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250