শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

নুমালিগড় রিফাইনারির জন্য কার্গো আসলো আসামে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) সম্প্রসারণের জন্য ওভার ডাইমেনশনাল কার্গো (ওডিসি) এর প্রথম চালান এসে পৌঁছেছে বলে জানা যায় একটি সরকারি বিজ্ঞপ্তি থেকে। শুক্রবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এনআরএল জেটিতে আইডব্লুউএআই জাহাজ এমভি মেরিন ৬৬ দ্বারা পরিচালিত ওডিসিকে অভ্যর্থনা জানান।

এটি ৩টি থেকে ৯টি পর্যন্ত এনআরএল ক্ষমতা সম্প্রসারণের জন্য বন্দর, শিপিং এবং ভারতের জলপথ মন্ত্রণালয়ের নোডাল সংস্থা এবং দেশের অভ্যন্তরীণ জলপথের দায়িত্বে থাকা ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা পরিবহন করা প্রথম চালান।

এনআরএল এবং আইডব্লিউএআই উভয়েই এই সম্প্রসারণ প্রকল্পের জন্য মোট ২৪টি ওডিসি এবং ওভারওয়েট কার্গো পরিবহনের ব্যাপারে গত বছর একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। ১৮ মার্চ কলকাতা ত্যাগ করে ওডিসি টি এনআরএল জেটিতে পৌঁছানোর জন্য ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটে প্রায় তিন মাস ধরে ভ্রমণ করে।

আইডব্লুউএআই, ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সহায়তায়, মার্চ মাস থেকে ধানসিঁড়ি নদীর পাঁচটি স্থানে তিনটি ড্রেজার নিয়োগ করেছে।

আরো পড়ুন: হুনিশে : ভারতের নাগাল্যান্ডের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম

কার্গো গ্রহণের পর সোনোয়াল জানান এর মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর পরিবহনের মাধ্যমে দেশের যে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছেন তা অনেকাংশে সফল হবে। জলপথের মাধ্যমে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে,এনআরএল-এ প্রথম ওডিসি-এর সফল আগমন, আসামের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতেও বিশাল পরিবর্তন বয়ে আনবে।


এম এইচ ডি/ আই.কে.জে/

নুমালিগড় রিফাইনারি কার্গো আসাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন