প্রায় সাড়ে সাত দশক আগে শরৎকালে রাত্রির শেষ প্রহরে উষালগ্নে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছিলাম। সেদিন ছিল রোববার। মা সান্ত্বনা এবং বাবা ননী গোপাল ব্যানার্জ্জী দু’জনেই আজ স্বর্গবাসী। তাদের প্রণাম জানাই।
প্রণতি জানাই এই সুন্দর পৃথিবীকে। প্রণতি জানাই পৃথিবীর সকলকে যারা আমাকে নানাভাবে সুখের পরিচয় দিয়েছেন এবং দিয়েই চলেছেন।
গতকাল (২৩শে সেপ্টেম্বর) ছিল আমার জন্মদিন। তিয়াত্তর পেরিয়ে চুয়াত্তরে পা রাখলাম।
তোমরা যারা আমায় জন্মদিনের ভালোবাসা জানিয়েছো কাছে এসে এবং দূরে থেকে সবাইকে ধন্যবাদ। তোমরা থেকো আমার সকল কাজে। তোমাদের নিয়েই নিরন্তর মাটি খুঁড়ে চলেছি একটি সম্প্রীতি, অসাম্প্রদায়িক, মানবিক বিশ্বের জন্য।
জয় বাংলা
পীযূষ বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন : নতুন প্রজন্মের কাছে এক বীর মুক্তিযোদ্ধার খোলা চিঠি
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন