সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাবার আয় ছিল ১০ রুপি, ছেলে এখন ৩০০০ কোটির মালিক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের কেরালার প্রত্যন্ত গ্রামের এক হতদরিদ্র বাবা। অনেক কষ্টে আদার জমিতে কাজ করে সংসার চালাতেন তিনি। প্রতিদিন আয় হতো মাত্র ১০ রুপি। সংসারের লাগাম ধরতে বাবার সঙ্গে তার সন্তানরাও একই জমিতে কাজ করতো। তাদের একজন মোস্তফা পিসি। বর্তমানে ৩ হাজার কোটি রুপির কোম্পানির মালিক তিনি। সম্প্রতি দ্য নিয়ন শো’র এক সাক্ষাৎকারে মোস্তফা পিসি তার ছোটবেলা স্মৃতিচারণ করতে গিয়ে এসব তথ্য দিয়েছেন।

২০০৬ সালে মোস্তফার কোম্পানি আইডি ফ্রেশ ফুডের যাত্রা শুরু হয়। সেই সময় তিনি তার ছোট একটি রান্নাঘরের বাইরে রেডি-টু-কুক প্যাকেটজাত কৃষিপণ্য বিক্রি করতেন। একই সঙ্গে সংসার চালানোর জন্য তিনি ছোট চাকরিও করতেন। তার ব্যবসা থেকে যে অল্প কিছু লাভ হতো তা তিনি জমিয়ে রাখতেন। তার জমানো অর্থ থেকেই মাত্র ১৫০ রুপি দিয়ে তিনি একটি ছাগল কেনেন। যেটা তার পরিবারের একমাত্র সম্পদ ছিল।

এর কিছুদিন পর মোস্তফা একটি গরু কেনেন এবং এর মাধ্যমে পরিবারের ভাগ্য কিছুটা ফেরাতে সক্ষম হন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গরু কেনার পর দুধ বিক্রি করে আমদের দিনে তিন বেলা খাবার জুটতো।’

আরো পড়ুন: ডাঙায় উঠতে মুখ্যমন্ত্রীকে আনার শর্ত চোরের!

এভাবে অর্থ জমিয়েই তিনি ধীরে ধীরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে প্রকৌশল অধ্যয়ন করেন। পরে প্রকৌশল পেশায় নিয়োজিত হন। একইসঙ্গে এগিয়ে নিয়ে গেছেন তার আইডি ফ্রেশ ফুড কোম্পানি। তিনি বলেন, ‘কোম্পানির যাত্রা শুরুর সময় অনেক ঘাত-প্রতিঘাতের শিকার হয়েছি। এখন আমাদের কোম্পানি বিশ্বের বৃহত্তম তাজা খাদ্যের ব্যবসা করছে।’

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/

কেরালা ৩০০০ কোটি মোস্তফা পিসি হতদরিদ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন