সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। না হলে মানুষের মুক্তি অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

সোমবার (৯অক্টোবর)  বিকেলে রাজধানীর সিপিবি কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেছেন। কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে সিপিবি।

সভায় সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম দেশের বর্তমান সংকটের জন্য শাসকগোষ্ঠীর রাজনীতিকে দায়ী করেন।

দেশে ‘দুঃশাসন’ চলছে অভিযোগ করে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, এর অবসানের জন্য সংগ্রাম জোরদার করতে হবে। শুধু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির নীতিহীনতা মানুষকে রাজনীতিবিমুখ করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে মোহাম্মদ ফরহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য পরেশ কর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাবেরী গায়েন। সভা পরিচালনা করেন সিপিবির সম্পাদক আনোয়ার হোসেন।

একে/



বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250