রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

বুয়েটে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আজীবন বহিষ্কৃত হওয়া শিক্ষার্থী আশিকুল ইসলাম ওরফে বিটু আদালতের আদেশের পর ক্লাসে ফিরেছেন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছে না শিক্ষার্থীদের একটি বড় অংশ।

আজ বুধবার ক্লাস বর্জন করেছেন বুয়েটের কয়েক শ শিক্ষার্থী। একই সঙ্গে আশিকুলের কোর্স নিবন্ধনসহ একাডেমিক কার্যক্রম বাতিলের দাবিতে তাঁরা আজ প্রায় ৩ ঘণ্টা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় দুই মাস অচল ছিল বুয়েট। হত্যাকাণ্ডের ঘটনায় শাখা ছাত্রলীগের তৎকালীন সহসম্পাদক (পরে বহিষ্কৃত) আশিকুলসহ ২৬ জনকে আজীবন বহিষ্কার করেছিল বুয়েট কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় হওয়া মামলা ও অভিযোগপত্রে আশিকুলের নাম ছিল না।

সম্প্রতি উচ্চ আদালত আশিকুলের বহিষ্কারাদেশের ওপর স্থগিতাদেশ দেন। এরপরই তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯তম ব্যাচের সঙ্গে ক্লাসে অংশ নেন। এর জেরে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

আশিকুলের ক্লাসে ফেরার প্রতিবাদে গত সোমবার বিকেলে বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান তাঁরা। এরপর আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ক্লাস বর্জন ও উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ের সামনে অবস্থান নেন বুয়েটের কয়েক শ শিক্ষার্থী।

আজকের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বুয়েটের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, আশিকুলের কোর্স নিবন্ধনসহ একাডেমিক কার্যক্রম বাতিল না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এর অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন।

আবরার হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের অক্টোবরে বুয়েট ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

বুয়েটে ছাত্ররাজনীতির বিষয়টি নতুন করে সামনে আসে গত মাসের মাঝামাঝি সময়ে। বুয়েটের দুজন ছাত্র কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলে এর বিরুদ্ধে সোচ্চার হন শিক্ষার্থীদের একটি অংশ। বুয়েটের নীতিমালা ভঙ্গ, শিক্ষার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বিনষ্টের অভিযোগে ওই দুই ছাত্রলীগ নেতার শাস্তি দাবি করেন তাঁরা।

এমন প্রেক্ষাপটে গত ৩০ জুলাই সন্ধ্যার দিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে ‘ছাত্রশিবিরের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বুয়েটের প্রাক্তন-বর্তমান ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি চেয়ে ২ আগস্ট বুয়েট শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন তাঁদের অভিভাবক ও স্বজনেরা।

সংবাদ সম্মেলনের পরদিন ছাত্ররাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকা বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়। এতে বলা হয়, কোনো অবস্থাতেই যেন ছাত্ররাজনীতি আবার বুয়েটে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে রোষানলের শিকার হয়ে কোনো নিরপরাধ শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন হুমকির মুখে না পড়ে।

মঙ্গলবার দুপুরে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে সম্মিলিত শপথ পাঠ করেন কয়েক শ শিক্ষার্থী। শপথে ‘নৈতিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বৈষম্যমূলক অপসংস্কৃতি ও ক্ষমতার অপব্যবহারকে সমূলে উৎপাটিত’ করার ঘোষণা দেওয়া হয়। শপথের পর সংবাদ সম্মেলনে ছাত্ররাজনীতি ও মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা জানান শিক্ষার্থীরা।

বুয়েট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250