বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন

যুক্তরাষ্ট্রে ও মেক্সিকোতে আঘাত হানলো হিলারি, সঙ্গে ভূমিকম্পও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগে বেশ বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে ভূমিকম্প। ক্রান্তীয় ঝড় হিলারি আঘাত হানার সতর্কতা আগে থেকেই ছিল। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

রোববার (২০ আগস্ট) ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হানে শক্তিশালী এই ঝড়। 

যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হিলারি’ ঘূর্ণিঝড়। এতে পানিতে ভেসে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। হারিকেনের প্রভাভে সকাল থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়। এতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। 

এদিকে হিলারি আঘাত হানার ঠিক আগমুহূর্তেই দক্ষিণাঞ্চলীয় ওজাই শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে এখনো পর্যন্ত ওই ঘূর্ণিঝড় থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বলা হচ্ছে গত ৮৪ বছরের মধ্যে এটাই প্রথম এ ধরনের ঝড় যা যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। এই শক্তিশালী ঝড়ের প্রভাবে লস অ্যাঞ্জেলেস এবং পাম স্প্রিংস ও ডেথ ভ্যালির মতো মরুভূমি অঞ্চলে রেকর্ড বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব ধরনের ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সব স্কুল ও বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমর্স ইনফোর্সমেন্ট বিভাগ এবং ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগের অবৈধ অভিবাসন বিরোধী কোন অভিযান এ সময় চলবে না।

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়েছে এবং বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু যুক্তরাষ্ট্রই নয় মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বিশ্বের অন্যান্য দেশেও।

এর আগে শক্তিশালী এ ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক দিনে এক বছরের সমান বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাই নিরাপদে থাকুন। কর্তৃপক্ষ পাঁচটি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় সাড়ে ৭ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কয়েকশ ন্যাশনাল গার্ডের সেনা সদস্য রয়েছেন। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি।

এসকে/ 


যুক্তরাষ্ট্র ভূমিকম্প হ্যারিকেন হিলারি মেক্সিকো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250