ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদকে ছুটি হিসেবে স্বীকৃতি দেয়ার প্রবণতা বেড়েছে। ২০১৫ সালে নিউইয়র্কের সবচেয়ে বড় পাবলিক স্কুলে ঈদকে ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বছর হিউস্টন, মিনিয়াপলিসসহ আরও বেশ কয়েকটি শহরেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ মুসলিম। এর মধ্যে নিউ জার্সি ও মিশিগানে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রে কোনো সরকারি ছুটি নেই।
তাই মুসলিম শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কয়েক বছর ধরে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় স্কুল বন্ধ রাখার চেষ্টা করছে। দেশে বসবাসরত মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে ঈদের ছুটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে।
এম/
আরো পড়ুন:
খবরটি শেয়ার করুন