সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে *** বিএনপির কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা ও উদ্বেগ *** কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর... *** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু

রক্তদাতাকে সহজে খুঁজে পেতে চালু হচ্ছে ‘বাঁধন অ্যাপ’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রক্তদাতা ও রক্ত গ্রহীতার মাঝে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে তৈরি করা হয়েছে ‘বাঁধন অ্যাপ’। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাঁধন অ্যাপটির টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল স্টাইলেজওয়ার্ল্ড। 

বাঁধন অ্যাপ গুগল প্লে-স্টোর যুক্ত করা হয়েছে এবং আইওএস অ্যাপেল স্টোরে যুক্ত করা হবে। রক্তদাতাকে খুঁজে পেতে রক্ত গ্রহীতাকে রোগীর অবস্থান করা হাসপাতালের নাম ও রক্তের গ্রুপ ইনপুট দিতে হবে। প্রাথমিক পর্যায়ে বাঁধন অ্যাপে সারা দেশের প্রায় ৬০ হাজার রক্তদাতার তথ্য সংযুক্ত আছে এবং প্রতিনিয়ত বাড়তে থাকবে।

সংবাদ সম্মেলনে বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকিব আহমেদ, বাঁধন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কুরবানী আলী, মো. তাজুল ইসলাম, কেন্দ্রীয় বাঁধনের সভাপতি ফাহিম হোসেন ও সেক্রেটারি মো. আল-আমিন আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপান্তরের লক্ষ্যে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে বাঁধন। গত ২৬ বছরে ৫৪ জেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এর কার্যক্রম সম্প্রসারণ করতে পেরেছে সংগঠনটি।

এসকে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধন রক্তদান রক্তদাতা বাঁধন এপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250