সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোমাকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন সেভিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ১লা জুন ২০২৩

#

শিরোপা হাতে সেভিয়ার খেলোয়াড়দের উদ্‌যাপন- ছবি: সংগৃহীত

এই না হলে ফাইনাল! নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের উত্তেজনাপূর্ণ লড়াইয়েও করা যায়নি শ্রেষ্ঠত্বের মীমাংসা, ম্যাচ সমতায় থাকে ১-১ গোলে। শেষ পর্যন্ত সেভিয়া ও এএস রোমার ইউরোপা লিগের ফাইনালের ভাগ্য নির্ধারণ করতে হলো টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটের সেই লড়াইয়েও অন্তহীন নাটক।

বুধবার রাতে পুসকাস এরেনায় টাইব্রেকারে রোমার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে ইউরোপা লিগের রেকর্ড সপ্তম শিরোপা ঘরে তুলেছে সেভিয়া। ম্যাচে প্রথমে লিড নিয়েও প্রথম ইউরোপার শিরোপা ছোঁয়া হলো না রোমার।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১ জুন ২০২৩)

ম্যাচের ৩৪ মিনিটে প্রথম লিড নেয় রোমা। আর্জেন্টাইন মিডফিল্ডার পাওলো দিবালা দলটির হয়ে গোল করেন। ওই গোলে প্রথমার্ধ শেষ করে মরিনহোর দল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জিয়ানলুকা ম্যানচিনির আত্মঘাতী গোলে সমতায় পেরে সেভিয়া। 

নির্ধারিত সময়ে গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও ১-১ গোলের সমতায় শেষ হলে টাইব্রেকারে হয়। প্রথম দুই শটেই গোল করে রোমা এবং সেভিয়া। এরপর রোমার ম্যানচিনি এবং ইবানেজ পেনাল্টি মিস করলে এবং সেভিয়া পরের তিন শটে গোল করে শিরোপা জিতে নেয়।


এম/

 


 

ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন