মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাকিবের জন্য কলকাতা থেকে যে উপহার কিনলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়েছে অনেক আগেই। বিচ্ছেদের পর বিদেশে মাটিতে দুজনকে ঘুরতেও দেখা গেছে। এখনও একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্য দুজনে একসঙ্গে সময় কাটান।

পশ্চিমবঙ্গের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা থেকে ঢাকায় ফিরলেই শাকিবের জন্য বিশেষ উপহার নিয়ে ফেরেন অপু।

মাঝে মধ্যেই কলকাতায় যান এই নায়িকা। ফেরার সময় সাবেক স্বামী ও সন্তানের জন্য সঙ্গে করে কিছু নিয়ে যেতে ভুল করেন না তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে শাকিবের জন্য নলেন গুড়ের সন্দেশ নিয়ে যান অপু বিশ্বাস। এছাড়া আরও কেনেন নায়কের প্রিয় কাজু বরফি।

আরো পড়ুন: দেড় কোটি টাকার পোশাক পরে সাগরে আগুন লাগালেন জাহ্নবী

শেষবার যখন তিনি কলকাতায় এসেছিলেন, তখন প্রায় পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলেন। যেখানে ছিল, ছেলের পছন্দের শাঁখ সন্দেশ। সেটা সংগ্রহ করেছিলেন হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ই এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়।

এসি/ আই.কে.জে/


শাকিব অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন