রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই মানে গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া নয় : ম্যাক্রো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাস ধরে চালানো এই হামলায় নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি প্যালেস্টাইনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে ইসরায়েলের বেশ কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা মানে গাজাকে গুঁড়িয়ে দেওয়া বা মাটিতে মিশিয়ে দেওয়া নয়।

২১শে ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।  

আরো পড়ুন: পশ্চিম তীরে সহিংসতা রোধে ইসরায়েলকে আবারো তাগিদ আমেরিকার

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ ‘গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া নয় বলে বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্প্রচারমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা এই ধারণাটিকে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের অর্থ গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া বা বেসামরিক জনগণকে নির্বিচারে আক্রমণ করা বোঝায়।’

আর তাই তিনি ইসরায়েলকে এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার মতে, ‘এটি উপযুক্ত নয়। কারণ সমস্ত জীবনের মূল্য একই এবং আমরা এটিকে সমর্থন করি। 

‘ইসরায়েলের আত্মরক্ষা এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার অধিকার’ স্বীকার করে ম্যাক্রোঁ বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শেষ পর্যন্ত ‘মানবিক বিরতির মাধ্যমে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছে ফ্রান্স।

এর আগে গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সে সময় তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে এবং বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। সে সময় তিনি আরো বলেন, গাজায় বোমা হামলার কোনো যুক্তি নেই এবং সেখানে যুদ্ধবিরতি হলে ইসরায়েল উপকৃত হবে।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই. কে. জে/ 


গাজা লড়াই ম্যাক্রো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250