শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগ ফিরবে’ *** রুশ তরুণীর সংসর্গে যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস, এপস্টেইন নথি নিয়ে তোলপাড় *** উপদেষ্টারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাওয়া ও ‘নেকেড অফিশিয়াল’ *** ‘অন্তত সাতজন উপদেষ্টার অবস্থান সংস্কারের বিপক্ষে’ *** জাতীয় সংসদ নির্বাচনে মরণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি *** আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে নগদ অর্থ *** হিন্দু-মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না: ফখরুল *** দিল্লিতে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা যেমন, ব্রিটেন আওয়ামী লীগ নেতাদের বর্ণনা *** বুলেটের বদলে বই—শিশুদের মুখে হাসি ফেরাচ্ছে ‘সাংস্কৃতিক বাস’ *** যেসব সাংবাদিকের জন্য দোয়া করলেন জামায়াত আমির

১০ কোটি টাকার মানহানির মামলা করলেন এআর রহমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

গত কয়েক মাস ধরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এআর রহমানের। সেপ্টেম্বর মাসে চেন্নাইয়ে রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে দুর্ভোগের শিকার হয়েছিলেন বহু শ্রোতা এবং অনুরাগী। সেই সময় অভিযোগের আঙুল উঠেছিল রহমানের দিকেও। 

যদিও পরে কনসার্টের আয়োজকরা নিজেদের ভুল স্বীকার করে বিবৃতি জারি করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালেন অস্কারজয়ী সুরকার। এবার রহমানের বিরুদ্ধে অভিযোগে সরব চিকিৎসকদের সংগঠন। 

সংগঠনের তরফে দাবি, অনুষ্ঠানের জন্য অগ্রিম ২৯ লক্ষ টাকা নিলেও দেখা মেলেনি রহমানের। যদিও চিকিৎসকদের সংগঠনের এই অভিযোগ অস্বীকার করেছেন সুরকার। পাল্টা মানহানির মামলা করে চিকিৎসকদের সংগঠনের থেকে ১০ কোটি টাকা দাবি করেছেন তিনি।

শল্যচিকিৎসকদের সংগঠনের তরফে দাবি, একটি অনুষ্ঠান করার জন্য নাকি রহমানকে ২৯ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। সেই অগ্রিম টাকা নেওয়ার পরেও অনুষ্ঠান করেননি রহমান। ফেরত পাওয়া যায়নি সেই টাকাও। রহমানের টিম যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। 

তাদের তরফে পাল্টা দাবি, জনসমক্ষে রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন মনগড়া অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন। ওই সংগঠনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে সুরকারের টিমের তরফে।

আরো পড়ুন: রাজের চরিত্রের সার্টিফিকেট দিলেন বুবলী!

গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ে আয়োজন করা হয়েছিল রহমানের কনসার্টের। সেই কনসার্টের কারণে গত কয়েক মাস ধরেই বিতর্কে রয়েছেন সুরকার। ভিড় বেড়ে যাওয়ার কারণে কনসার্টের জায়গায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অতিরিক্ত ভিড় সামলানোয় গলদ থাকার ফলে শুরু হয় ধাক্কাধাক্কি।

বহু শ্রোতার পদপিষ্ট হওয়ার খবর মেলে। এমনকি শ্লীলতাহানির শিকার হন বহু মহিলা, এই অভিযোগও ওঠে। অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হওয়ার জন্য সঙ্গীতশিল্পীকেও কাঠগড়ায় তোলেন অনেকে। 

সমাজমাধ্যমের পাতায় চলতে থাকে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। প্রায় সপ্তাহ দুয়েক পরে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া নিয়ে আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় পুলিশে।

এসি/ আই. কে. জে/ 


এআর রহমান মানহানি মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250