বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে

তাসকিন-শরীফুলের তোপে পাওয়ার প্লে'তে বিপর্যস্ত আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে শেষ ওয়ানডেতে মাঠে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দুই পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামের তোপের মুখে পড়ে পাওয়ার প্লে'তে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে পেরেছে আফগানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী।

হোয়াইটওয়াশের লজ্জা থাকে বাঁচতে শেষ ওয়ানডেতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। আজ শেষ ওয়ানডেতে একাদশে নেই হাসান মাহমুদ আর মুস্তাফিজুর রহমানও। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর তাইজুল ইসলাম। 

আজ একাদশে সুযোগ পেয়েই আফগানদের বিপক্ষে হুংকারটা ছাড়লেন শরীফুলই। টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই শরীফুলে তোপের মুখে পড়ে কোনো রানই নিতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রহমানুল্লাহ গুরবাজ। অতিরিক্ত ১ রান আসে ওভার থেকে।

পরের ওভারে তাসকিন আহমেদের বলেও তেমন সুবিধা করতে পারেনি আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান। ওভার থেকে আসে মাত্র দুই রান।

তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল। ১ রানেই ফিরে যান জাদরান। ওভারের পঞ্চম বলে আবারও মুশফিকের তালুবন্দি করান তিনে নামা আফগান ব্যাটার রহমত শাহকে। শরীফুলের এক ওভারে জোড়া আঘাতেই বিপাকে পড়ে যায় আফগান শিবির। ৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে আফগানরা।

চতুর্থ ওভারে তাসকিনের প্রথম বলে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন গুরবাজ। ওভার থেকে আসে ৫ রান। পরের ওভারে শরীফুলের বলে আবারও গুটিয়ে যান আফগান ব্যাটাররা। 

ষষ্ঠ ওভারে বোলিং করতে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন তাসকিন। কোনো রান না দিয়েই ওভারের পঞ্চম বলে গুরবাজকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী করান তাসকিন। ২২ বল খেলে মাত্র ৬ রান করেই ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান।

সপ্তম ওভারে এসে আবারও মেডেন ওভার করেন শরীফুল। পরের ওভারে তাসকিন এসে দেন মাত্র ১ রান। টাইগারদের এই দুই পেসারের আগুনে বোলিংয়ের সামনে যেন কোন জবাবই ছিলো আফগান ব্যাটারদের। 

নবম ওভারের দ্বিতীয় বলেই আবারও সাফল্যের দেখা পান শরীফুল।এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান আফগান ব্যাটিংয়ের অন্যতম ভরসা মোহাম্মদ নবীকে। ৯ বল খেলে ১ রান করেই ফেরেন নবী। দলীয় ১৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আফগানিস্তান।

আরো পড়ুন:সৌদি প্রো লিগে বেনজেমা-কান্তের সতীর্থ হতে পারেন পল পগবা

তাসকিন আর শরীফুলের তোপের মুখে পড়ে পাওয়ার প্লে'র শেষে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে পারে আফগানিস্তান। আফগানদের হয়ে ১৭ বলে ৪ রান নিয়ে উইকেটে আছেন অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী। আর ২ বলে ২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন নাজিবুল্লাহ জাদরান।

এম/


বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে

খবরটি শেয়ার করুন