শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘গান বাংলা’ চ্যানেল দখলের অভিযোগে তাপস-মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪

#

‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান তার স্ত্রী ফারজানা মুন্নী-ছবি - সংগৃহীত

গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’ মালিকানা দখলের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান তার স্ত্রী ফারজানা মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গুলশান থানায় সৈয়দ শামস উদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলাটি করেন বলে থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার জানিয়েছেন।

মামলায় অন্যান্য আসামিরা হলেন- রবি শংকর মৈত্রী, এম আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাতনামা আরো ৪ জন।

এসআই মোক্তার বলেন, “গুলশান থানায় গত ৩রা ডিসেম্বর মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে আদালতে পাঠালে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান মামলাটি গ্রহণ করেছেন। এছাড়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া জন্য আগামী ১লা জানুয়ারি দিন ঠিক করেন বিচারক।”

এসআই মোক্তার জানিয়েছেন, এর আগে গত ২৫শে নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম ছানাউল্ল্যাহর আদালতে সৈয়দ শামস উদ্দিন আহমেদ মামলার আবেদন করেছিলেন। তখন আদালত আবেদনটি আমলে নিয়ে গুলশান থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেয়।

আদালতের আদেশে বলা হয়, “সৈয়দ শামস উদ্দিন আহমেদ আদালতে হাজির হয়ে অভিযুক্ত কৌশিক হোসেন তাপস, ফারজানা মুন্নী, রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান (চঞ্চল খান) এবং সৈয়দ নাবিল আশরাফদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৬৫/ ৩৪৬/৩৪৭/ ৩৯৫/ ৪২৭/৪০৩/৩২৬/৩০৭/৫০৬/১০৯ / ১১৪/৩৪ ধারায় একটি নালিশী দরখাস্ত করেছেন। নালিশী দরখাস্ত বিষয়ে বিজ্ঞ কৌঁসুলিসহ অভিযোগকারীর বক্তব্য শুনলাম। নালিশী দরখাস্ত ও নালিশী দরখাস্তের সাথে দাখিলকৃত কাগজাদি পর্যালোচনা করলাম। সার্বিক পর্যালোচনায়, নালিশী দরখাস্তখানাকে এজাহার হিসেবে লিপিবদ্ধ করার জন্য অফিসার ইনচার্জ, গুলশান থানাকে নির্দেশ প্রদান করা হলো।”

আই.কে.জে/


মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন