শনিবার, ১লা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ওপর তিন দলের প্রভাব, জামায়াতের কর্তৃত্ব বেশি: আনু মুহাম্মদ *** মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন *** ভারতে আরএসএস নিষিদ্ধের দাবি জানালেন কংগ্রেস সভাপতি খাড়গে *** নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি *** হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার *** ১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে অন্তত ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার *** এনসিপির জন্য শাপলার কলি প্রস্তাব করেছিলেন রাশেদ খান! *** বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে: তাহের *** গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ই ফেব্রুয়ারির আগে: শফিকুল আলম *** অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল

ভিন্নমত থাকলেও নির্বাচন ১৫ই ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার (১২ই সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‘যেকোনো মূল্যে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটি কমিটমেন্ট। এটা কোনো শক্তিই বানচাল করতে পারবে না। বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের স্বনামধন্য কবিদের মধ্যে কবি ফররুখ আহমদ একজন। এটা তার জন্মস্থান। যেখানে মাগুরায় এসে তিনি কবিতা লিখতেন, সেই বাড়ির ওপর দিয়ে যে রেললাইনের প্রকল্প নেওয়া হয়েছিল, সেটি তার পরিবারের সদস্যরা আমাদের নজরে এনেছেন। এটা নজরে আসার পর প্রকল্প পরিচালককে জানানো হয়েছে, কবির বাড়ি যেন কোনোভাবেই রেললাইন টাচ না করে। কবির বাড়ি আমাদের ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্যকে যেভাবেই হোক আমাদের সুরক্ষিত রাখতে হবে।’

এ সময় প্রেস সচিবের সঙ্গে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেললাইন প্রকল্পের পরিচালক আসাদুল হক। 

প্রকল্প পরিচালক সাংবাদিকদের বলেন, ‘সবশেষ যে চূড়ান্ত নকশা হয়েছে, সেখানে রেললাইন থেকে কবির বাড়ির একটি ঘরের প্রান্ত কমপক্ষে ১০ ফুট দূরত্বে থাকবে। আরেকটি বাড়ির প্রান্ত থেকে রেললাইনের দূরত্ব থাকবে ৬০ ফুট। আর কবির বাড়ি রক্ষায় এখানে একটি উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে।’ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নকশা পরিবর্তনের কারণে প্রকল্পের ব্যয় বাড়বে ৮ কোটি টাকা।

মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ই জুন শ্রীপুরের মাঝাইল গ্রামে জন্ম নেন। মধুমতী নদীর তীরঘেঁষা গ্রামেই কবির পূর্বপুরুষের বাস। ২০২২ সালে রেললাইন প্রকল্পের কাজ শুরু হয়ে যাওয়ায় কবির স্মৃতিবিজড়িত বসতবাড়ি রক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। সেই উদ্বেগ এখনো দূর হয়নি। কবি পরিবারের সদস্যরা চান, উড়ালসড়ক নয়, রেললাইন অন্য দিক দিয়ে যাক।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250