শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

যেভাবে চলচ্চিত্রে আসেন সালমান শাহ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

টেলিভিশনের নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান শাহ। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সেখানেই অভিনেতা জানিয়েছেন তার স্বপ্ন ও জীবনের কথা। ভিডিওতে সালমান শাহকে বলতে শোনা যাচ্ছে, পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করার সময়ই তিনি মডেলিং শুরু করেন।

তারপর অডিশনে পাস করে নাটকে অভিনয় করতে থাকেন। কিন্তু তখন পর্যন্তও সিনেমায় আসার কথা তিনি ভাবেননি। তিনি আরো বলছিলেন, ‘একদিন পরিচালক সোহানুর রহমান সোহান ভাই আমাকে ফোন করেন। নিজের পরিচয় দেন। তখন আমার নিয়মিত একটি বিজ্ঞাপন টিভিতে প্রচার হচ্ছিল। সোহান ভাই সেটি দেখে আমার সম্পর্কে জানার চেষ্টা করেন। খোঁজখবর নিয়ে একদিন বিকেলে তিনি আমাকে ফোন করেন।’

সেই বিকেলের ফোনের বিষয়ে অভিনেতা বলেন, সোহান ভাই আমার সঙ্গে ছবির বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। আমরা একদিন বসলাম। তিনি আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন। হিন্দি সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর বাংলা করতে চান। তিনি বলেন, ‘আমি সিনেমাটি করলে তিনি খুশি হবেন।’ হঠাৎ এই প্রস্তাবের কথা শুনে সালমান শাহ খুশি হয়েছিলেন।

কিন্তু পেশা হিসেবে নয় একেবারে শখের বশেই তিনি অভিনয় করেন। সালমান বলেন, ‘যেই সিনেমাটির প্রস্তাব পেয়েছেন সেটি আগেই দেখা ছিল তার। আমির খান আর জুহি চাওলার অভিনয় দেখে অভিভূত হয়েছিলেন তিনি। তখন মনে মনে ভাবেন, এমন চরিত্র যদি করতে পারতাম বা এমন কোনো গল্প আমাকে কেউ দিত। অথবা এই ছবিটাও যদি বাংলাদেশে হতো, আমি যদি সেটিতে অভিনয় করতে পারতাম, তা হলে খুব খুশি হতাম। অভিনয় করে আনন্দ পেতাম।’

এই নায়ক আরো বলেন, ‘আমার মনে নাড়া দেওয়া সেই স্বপ্ন সোহান ভাইয়ের মুখ থেকে শুনে মনে হচ্ছিল আমার স্বপ্নটা সফল হতে যাচ্ছে, কিন্তু কী সিদ্ধান্ত নেব বুঝতে পারছিলাম না।’ তারপর পরিচালককে তিনি বলেন, ‘আগে মা-বাবার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সিনেমার কথা শুনে শুরুতে তারা সেভাবে রাজি হননি। কিন্তু ছেলের উৎসাহ দেখে তারা রাজি হন।’

প্রথম সিনেমাতেই ভক্তের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর দেশব্যাপী তার পরিচিতি ছড়িয়ে পড়ে। সিনেমা জগতে খুব অল্প সময় পেলেও সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৬ সালে ৬ই সেপ্টেম্বর ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250