ছবি: সংগৃহীত
আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে অংশ নিতে এ সপ্তাহের শুরুতে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু হঠাৎ করে ভারত-পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধাবস্থা’ সৃষ্টি হওয়ায় শঙ্কার মুখে পড়ে গেছে পাকিস্তান সফর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আশা, নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
সূচি অনুযায়ী, আগামী ২১শে মে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানে যাওয়ার কথা। চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দর কখনো কখনো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাতে স্বাভাবিক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।
পাকিস্তানি একাধিক গণমাধ্যমের তথ্যমতে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত করাচি, শিয়ালকোট ও লাহোর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। তবে সবশেষ খবর এখন আবার বিমান উড্ডয়ন চালু হয়েছে সীমিত পরিসরে।
এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আশঙ্কার কিছু এখনই দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। পিএসএল চলছে এবং এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন