শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপের আপত্তি শরিয়া শাসনে! *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা না দেওয়ার দাবিতে রোডমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৫

#

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার (২৭শে জুন) ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর মিছিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়াসহ চার দফা দাবি নিয়ে আজ শুক্রবার (২৭শে জুন) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শুরু হয়েছে দুই দিনব্যাপী রোডমার্চ। দেশের বামপন্থী দল ও সংগঠনের প্ল্যাটফর্ম ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে এ রোডমার্চ আগামীকাল শনিবার (২৮শে জুন) বিকেলে শেষ হবে চট্টগ্রাম কাস্টম হাউসে।

রোডমার্চ কর্মসূচি সফল করতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১০টার দিকে সমবেত হতে থাকেন বামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে উদ্বোধনী সমাবেশ ও মিছিল শেষে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে কয়েক জায়গায় তাদের সমাবেশ করার কথা রয়েছে।

বামপন্থী দল ও সংগঠনগুলো জানিয়েছে, জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে প্রথমে নারায়ণগঞ্জের সোনারগাঁয় থামবে রোডমার্চ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এরপর বিকেল ৫টার দিকে কুমিল্লার টাউনহল ময়দানে আরেকটি সমাবেশ হবে।

পরদিন সকাল ৯টার দিকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে মিরসরাই পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করবে দল ও সংগঠনগুলো। সেখান থেকে বিকেল ৫টার দিকে চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসূচির।

যে চার দাবি আদায়ে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ রোডমার্চ কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া যাবে না; রাখাইনে করিডর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে; স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে এবং আমেরিকা ও ভারতসহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশগুলোর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারসহ বিগত সব সরকারের আমলে স্বাক্ষরিত চুক্তি প্রকাশ করতে হবে ও জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল করতে হবে।

রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা মনে করি, চব্বিশের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী। ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া সব শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের সাম্রাজ্যবাদবিরোধী এ আন্দোলন দীর্ঘদিনের।’

রোডমার্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250