সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

প্রথম ভারতীয় নারী হিসেবে সৌদি আরব সম্মানিত করলো এই বলি তারকাকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রথম ভারতীয় নারী হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্মানিত করা হয়েছে  বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে।

গত কয়েক বছর ধরে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। চলতি বছরেও তিনি যে আলোচনায় থাকবেন তার আভাস পাওয়া গেল সম্প্রতি দেশের বাইরে সম্মানিত হওয়ার মধ্য দিয়ে।

গত বছর নির্মাতা সঞ্জয়লীলা ভানসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে অনবদ্য অভিনয় করে আলিয়া ভাট পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একই ছবির জন্য এ বছর তাঁর হাতে উঠেছে ‘জয় অ্যাওয়ার্ড’; যেটি রিয়াদে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।

পুরস্কার হাতে নিয়ে আলিয়া বলেছেন, ‘সবচেয়ে বড় পুরস্কার ও সম্মান মানুষের ভালোবাসা, যা আমি পেয়েছি অভিনয়ের সুবাদে। আর সেই ভালোবাসা সঙ্গে করে নিতে যেতে এই মঞ্চে পা রাখা। যারা আমাকে ভালোবেসে এই সম্মানে ভূষিত করেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’

এ খবরের পাশাপাশি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আলিয়া অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন করেছেন ভিন্ন রকম সাজে। তাঁর সাজসজ্জায় ছিল আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল। তিনি রংধনু রঙা করসেটের সঙ্গে একই ধাঁচের আজরাখ শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন।

আরো পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী!

খোলা চুল, সামান্য প্রসাধন আর কাঁধছোঁয়া দুলে ভারতীয় নারীর চিরচেনা অবয়টাই তুলে ধরেছিলেন তিনি; যা অনুষ্ঠান অতিথিদের অনেকের নজর কেড়েছে। ‘জয় অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের ছবিগুলো প্রকাশের পর আলিয়ার সাজ-পোশাক নিয়ে অনেকে প্রশংসাও করেছেন।

শুধু ‘জয় অ্যাওয়ার্ড’ নয়, একই সময়ে আরেকটি প্রাপ্তি যোগ হয়েছে আলিয়ার ক্যারিয়ারে। আর তা হলো– নন্দিত নির্মাতা সঞ্জয়লীলা ভানসালির আগামী সিনেমা। এরই মধ্যে এই নির্মাতা ঘোষণা দিয়েছেন তাঁর নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ থাকছেন আলিয়া ভাট। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তাঁকে দেখা যাবে।

ছবিতে আরও থাকছেন সময়ের আলোচিত দুই অভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশাল। এ খবরটি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত আলিয়া।

তাঁর কথায়, সঞ্জয়লীলা ভানসালি শুধু একজন নির্মাতা নন, বড় মাপের শিক্ষকও বলা যায়। কারণ তাঁর সঙ্গে কাজ করা মানেই অনেকে কিছু শেখার সুযোগ পাওয়া। তাই ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে যেমন অনেক কিছু শেখা হবে, তেমনি থাকছে অভিনয় ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ। যে কারণেই এ কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আমি। 

এসি/ আই.কে.জে/ 

সৌদি আরব ভারতীয় নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন