বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লাল শাড়িতে ভক্তহৃদয়ে কাঁপন জাগালেন জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিনেমাজগতে দীর্ঘ সময় ধরে দুই বাংলায় রূপ আর অভিনয়ের রাজত্ব করছেন জয়া। সর্বশেষ কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর এবারের আসরে দুটি সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পান তিনি। 

এদিকে এপ্রিলের প্রথম দিনই সকাল সকাল ভক্তহৃদয়ে কাঁপন জাগালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার (১লা এপিল) সকালে ফেসবুকের অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করেন জয়া। ওই ছবিতে দেখা যাচ্ছে, দেশের ঐতিহ্য তামা, কাসা, পিতলের বাসন কোসনের সামনে লাল রঙের শাড়িতে রানির মতো বসে আছেন অভিনেত্রী।

আরো পড়ুন: শুটিং ফ্লোর থেকে প্রেমিকে নিয়ে উধাও নায়িকা!

টাঙ্গাইলের লাল শাড়ি আর ফুল হাতার ব্লাউজে রানির বেশে জয়াকে দেখে ইতিবাচক কমেন্টস করছেন ভক্তরা। এক ভক্ত জয়াকে লিখেছেন, চোখ ধাঁধানো সুন্দরী। আরেকজন লিখেছেন, তিনি রানি।

এসি/  আই.কে.জে


 





জয়া আহসান লাল শাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন