ছবি : সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে রাস্তা দখল করাসহ বিভিন্ন অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ই মার্চ) অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নলছিটি পুরাতন পোস্ট অফিস সড়কে অবস্থিত বৃহস্পতি গিনি হাউজের স্বত্বাধিকারী মিঠুন চন্দ্রকে লাইসেন্স নবায়ন না করায় ৫০০০ টাকা এবং পৌর সড়কে অবস্থিত ফল ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মূল্যতালিকা না থাকা ও ফুটপাত দখল করায় ২০, ০০০ টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন : এক বউ নিয়ে ২ স্বামীর টানাটানি
এসময় বিভিন্ন সড়কের পাশের ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পণ্য সাজিয়ে রাখতে নিষেধ করা হয়।
এস/ ওআ