শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গাছ লাগানো সহজ কিন্তু তা রক্ষা করা কঠিন। তাই গাছ রক্ষায় ডিএনসিসির আওতায় আগামী দুই মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করা হবে।

রোববার (২৮শে এপ্রিল) গুলশানে ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাচালকদের মধ্যে ছাতা, স্যালাইন, বিশুদ্ধ খাবার পানি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতিক বলেন, জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে নগরজুড়ে গাছ লাগানো হচ্ছে। এসব গাছ লাগানো যতটা সহজ, সেসব রক্ষা করা ততটাই কঠিন। তাই এসব গাছ রক্ষার্থে ডিএনসিসির আওতায় আগামী দুই মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করা হবে। 

মেয়র বলেন, চলমান তাপপ্রবাহে সড়কের পিচ গলে যাওয়া রোধে এবং মানুষকে প্রশান্তির জন্য উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন রাস্তায় পানি ছিটানো হচ্ছে। এছাড়া, এলাকাভিত্তিক বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

এ সময় বৃত্তবানদের প্রতি নিম্ন আয়ের মানুষদের মাঝে সাধ্যমত বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন বিতরণের আহ্বান জানান তিনি।

ওআ/

ডিএনসিসি গাছ

খবরটি শেয়ার করুন