সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা

দুদকের অনুসন্ধানে সত্য বের হয়ে আসুক এটাই প্রত্যাশা: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুদককে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। 

তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এমন অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছি। গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে। অনেকগুলো ইনফরমেশন ভুল ভাবে গিয়েছে ইতিমধ্যে। পদত্যাগকে অপসারণ হিসেবে ছড়ানো হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য, ব্যক্তিসাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল করা হয়েছে।’

গণমাধ্যমে মোয়াজ্জেমকে নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উপদেষ্টা লিখেছেন, ‘এ নিউজ করা কয়েকটি হাউসের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এ লেখাটাও বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং হুবহু নিউজ করতে চাপ দেওয়া হয়েছে। ফ্যাক্টের ভিত্তিতে কথা হলে সমস্যা ছিল না। অনেকগুলো তথ্য-উপাত্তহীন মনগড়া কথা বারবার বলে স্টাবলিশ করার চেষ্টাটা দৃষ্টিকটু লেগেছে। তবে দুদকের অনুসন্ধানে সত্য বের হয়ে আসুক এটাই প্রত্যাশা।’

এ ছাড়া মোয়াজ্জেমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে নানাজনে নানা অভিযোগ তুললে গত ২১শে এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও পরদিন (২২শে এপ্রিল) সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে আসিফ হোসেনের বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ট বন্ধু মোয়াজ্জেম হোসেন দাবি করেছেন, গত ২৫শে মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরি ছাড়ার আবেদন করেছিলেন। আর গত ৮ই এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার অব্যাহতির আবেদনে সম্মতি দেন।

আরএইচ/

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250