বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

টানা ২০০ দিন ধরে সিনেমা হলে চলছে এই বাংলা সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টানা ২০০ দিন ধরে প্রেক্ষাগৃহে চলছে একটি বাংলা সিনেমা। যেটি আবার ওটিটিতে মুক্তি পেয়েছে চার মাস আগে! বলছি তানিম নূরের ঈদের সিনেমা ‘উৎসব’ এর কথা, যেটি এখনো চলছে প্রেক্ষাগৃহে। রাজধানীর যমুনা ব্লকবাস্টার ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ছবিটি এখনো চলছে, দর্শক উপস্থিতিও রয়েছে।

হলিউড বা বলিউডের জনপ্রিয় সিনেমাগুলোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে চলার ‘রীতি’ নতুন কিছু নয়। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে যখন প্রেক্ষাগৃহে দর্শক টানাই বড় চ্যালেঞ্জ, তখন উৎসব যেন সেই সংকটের মধ্যেও এক আশার আলো।

ব্লকবাস্টার সিনেমাসে ‘উৎসব’ এর একটি, আর লায়ন সিনেমাসে চলছে তিনটি শো। ছবির নির্মাতা তানিম নূর বলেন, ‘খবরটা আনন্দের। এরই মধ্যে আমি আমার পরের সিনেমার কাজ শুরু করেছি, আর ‘‘উৎসব’’ এখনো চলছেই। এ ছবির মাধ্যমে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, আশা রাখি ‘‘বনলতা এক্সপ্রেস’ ছবিতেও এ ভালোবাসা পাব।'

বিশেষ উপলক্ষ ছাড়া তেমন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, আবার মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমা আশানুরূপ ব্যবসাও করতে পারছে না, এই যখন অবস্থা, তখন প্রযোজক ও পরিচালকের কাছে আশার গল্প হয়ে উঠেছে ‘উৎসব’। ২০০ দিনে দেশের বাজার থেকেই ১০ কোটি টাকার বেশি আয় করেছে উৎসব। বিদেশের বাজার মিলিয়ে এই আয় ১৩ কোটি টাকার বেশি। শুধু টিকিট বিক্রি থেকেই এসেছে এই টাকা।

‘উৎসব’ সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250