বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

সামিরাকে বিয়ের আগে স্বাভাবিক জীবন ছিল সালমানের, লাইভে শাহরান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি নায়কের স্ত্রী সামিরা হক। এবার সাবেক ভাবীকে নিয়ে মুখ খুললেন সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসেন শাহরান। 

ভিডিও বার্তায় তিনি জানান, সাধারণত তিনি ফেসবুক লাইভে আসেন না। কিন্তু কিছু কারণে লাইভে এসেছেন। এ লাইভে কাউকে ব্যক্তিগত কারণে কিংবা ছোট করে কথা বলা তার উদ্দেশ্য নয়। 

সামিরা হককে নিয়ে কথা বলেন শাহরান। জানান, সালমান শাহ প্রচণ্ড ভালোবাসতেন সামিরাকে। সামিরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন নায়কের ছোট ভাই। 

তিনি বলেন, আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি যে কারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন, আমার ভাইকে বিয়ে করেছিলেন, আপনার বাবা-মাকে ছেড়ে এসেছিলেন তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন। ভেবে দেখবেন, পালিয়ে বিয়ে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার আপনাদের ফেলে দিতে পারেনি।

এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সালমান শাহর আত্মহত্যা করার যে যুক্তি আপনারা দেন যে তার আত্মহত্যার প্রবণতা ছিল একবার ভেবে দেখবেন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান শাহর। 

সামিরাকে উদ্দেশ করে শাহরান বলেন, আমি সালমানের ভাই। সে কারণে আপনার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু আপনি আমার ফোন ধরেননি। আমার মনে হয় আপনার বয়স হয়েছে কিংবা অনেক কিছুই আপনার মনে নাই। আমি আপনাকে ছোট করবো না। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে, আপনি বগুড়া থেকে কোন কারণে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই সবকিছুই আমার সঙ্গে শেয়ার করতো।

শাহরান আরও বলেন, আমি লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন এবং কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেটা আপনি ভালো করে জানেন। আমি বলবো, আপনার কর্মের জন্য আপনি মাফ চান। আল্লাহর কাছে মাফ চান।

ফেসবুক লাইভে এসে সামিরাকে দোষারোপ করার পাশাপাশি সালমানের বন্ধু ফারুককেও দোষারোপ করেন শাহরান। লাইভে তিনি জানান, অভিনয় গুণ না থাকায় সালমান শাহর বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন ফারুক। আর এ ফারুকই সালমান ও শাবনূরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে। এরপর হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনকেই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে বলেন নায়কের ভাই।

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জে.এস/

সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250