ছবি : সুখবর
শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগের অংশ হিসেবে সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এইচএন্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফুলকি'র আয়োজনে ২৮শে জুন যথাক্রমে বিকাল ৩টা এবং বিকাল ৫টায় সাভারের তেঁতুলঝোরা ও ধামসোনা এলাকায় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পথনাটক 'আমাদের শিশুরা' প্রদর্শনের আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী, অভিনয় শিল্পী তামান্না ইসলাম, কমিউনিটি মবিলাইজার নিসা আক্তার, হাবিবুর রহমান, মনির হোসেন, আতিকুর রহমান, মারুফ মারফি ও রিশা হাবিব।
আরো পড়ুন : ‘তুফান-২’ কবে আসছে, জানালেন পরিচালক রায়হান রাফী
গার্মেন্টসে কর্মজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের ‘শিশু দিবা যত্ন কেন্দ্রে’ ৩জন যত্নকারী মা ও একজন শিক্ষক দ্বারা শিশুদের সার্বক্ষণিক যত্ন, পড়াশুনা, খাওয়া-দাওয়া, বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের 'অপরাজিতা' প্রকল্পের কার্যক্রম এবং ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের ‘শিশু দিবা যত্ন কেন্দ্রের’ চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি, সৃজনশীল চর্চা ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের নূন্যতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়কে উপজীব্য করে নাটকটি পরিবেশিত হয়। উপস্থিত বিপুল সংখ্যক দর্শক বিনোদনের সাথে নাটকটি উপভোগ করেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেন।
এস/ আই.কে.জে/