চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ই আগস্ট ভারত সফরে আসছেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই তার প্রথম নয়া দিল্লি সফর। ভারত সরকারের আমন্ত্রণে তিনি আগামী ১৮ই থেকে ২০শে আগস্ট পর্যন্ত নয়া দিল্লিতে অবস্থান করবেন। আজ শনিবার (১৬ই আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর ব্লুমবার্গ ও দ্য হিন্দুর।
ওয়াং ই’র এ সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশেষ করে সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে, সেই প্রেক্ষাপটে এই সফরকে কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ওয়াং ই এবার অংশ নেবেন চীন-ভারতের সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৪তম বৈঠকে। উল্লেখ্যে, ২০২০ সালে সীমান্তে ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে প্রাণহানির পর থেকে এত দিনে দ্বিতীয়বার এ ধরনের বৈঠক হতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে।
এর আগে, ২০২০ সালে হিমালয় অঞ্চলের গালওয়ানে সেই সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকে। টানা পাঁচ বছর ধরে চলা অচলাবস্থা বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে নেতিবাচক প্রভাব ফেলেছিল। তবে গত বছরের অক্টোবরে সীমান্তে যৌথ টহল নিয়ে একটি সমঝোতায় পৌঁছায় দিল্লি ও বেইজিং। এরপর থেকে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন। ৭ বছরের মধ্যে এটাই হবে তার প্রথম চীন সফর। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়াং ই’র দিল্লি সফরকে মোদি-সি বৈঠকের পূর্বপ্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন