রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ থেকে ঢাকা ফিরেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনার পর থেকে তিনি বিদেশে ছিলেন। গতকাল ফেরার সাথে সাথে তাকে গ্রেফতার করে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। 

বুধবার (৮ই মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। 

জানা গেছে, তাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতারের পরই সিআইডির হাতে তুলে দেয়। পরে তাকে সেখান থেকে সিআইসিতে নিয়ে আসা হয়।

সিআইডির এসআই নিজামউদ্দিন ফকির জানান, কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বেইলি রোডের আগুনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তবে তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালতে তুলে সোহেল সিরাজকে রিমান্ডের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানায় সিআইডি। পরে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওআ/


কাচ্চি ভাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন