ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কয়েকশ বছরের পুরোনো একটি মাজার ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের পর দুর্বৃত্তেরা মাজারের ভেতরে মলমূত্র নিক্ষেপ করে।
আজ শুক্রবার (২৬শে ডিসেম্বর) ভোর রাতে উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে শাহজাহান উদ্দিন (র.) আউলিয়ার মাজারে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মাজারে যান বেশ কয়েকজন ভক্ত। তারা দেখতে পান মাজারের মূল অংশের সীমানার দেয়াল ভেঙে পড়ে আছে। এছাড়া মাজারের ভেতরে বেশকিছু জায়গায় মানুষের মলমূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মাজারের মূল অংশের বাউন্ডারি ও ভেতরের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে। তিনি আরও বলেন, মাজারে প্রতিদিনই ভক্তরা আসতেন। সেখানে এমন ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ওসি মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের দেয়াল ভাঙচুর করা হয়েছে। পলিথিনে গোবর ভরে মাজারে নিক্ষেপ করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
খবরটি শেয়ার করুন