ছবি: সংগৃহীত
সঞ্জয় কুলু, বাগেরহাট
বয়স শত পেরোলেও একাত্তরের ভয়াল স্মৃতি আজও তাড়া করে ফেরে বাগেরহাটের শরণখোলার রাজেশ্বর গ্রামের বাসিন্দা শতবর্ষী স্বরদিনীকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্থানীয় রাজাকারদের হাতে নির্মমভাবে নিহত হন তার স্বামী মনোহর কুলু। সেই ঘটনার পর চার সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েন তিনি।
জীবন বাঁচাতে মানুষের বাড়িতে ঢেঁকিতে ধান ভানার কাজ করে দিন কাটিয়েছেন স্বরদিনী। এর আগেও তিনি ১৯৪৭ সালের দেশভাগের ভয়াবহতা প্রত্যক্ষ করেন। জীবনের দীর্ঘ পথচলায় বারবার দুঃখ আর কষ্টের মুখোমুখি হলেও স্মৃতির বোঝা আজও তাকে কাঁদায়। অনেক রাতে ঘুমের মধ্যেই কেঁদে ওঠেন তিনি।
বর্তমানে বয়সের ভারে হাঁটতে কষ্ট হয়, চোখেও কম দেখেন। স্বজন ও প্রতিবেশীদের দাবি, সরকারি সহায়তা ও নিয়মিত চিকিৎসা পেলে স্বরদিনীর শেষ জীবন কিছুটা হলেও স্বস্তির হতে পারে।
খবরটি শেয়ার করুন