ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। নেটিজেনদের একাংশের দাবি, আসন্ন ভালোবাসা দিবসেই নাকি এই দুই তারকা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন।
তবে এমন জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্রুণাল ঠাকুর একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন। একই সঙ্গে ধানুশের পক্ষ থেকেও এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ম্রুণাল। ভিডিওতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন—‘স্থির, উজ্জ্বল ও অটল’।
এই ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা। অনেকের ধারণা, চলমান গুঞ্জন ও আলোচনার মধ্যেও নিজের অবস্থানে অবিচল থাকার বার্তাই দিতে চেয়েছেন ম্রুণাল।
এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ধানুশের সঙ্গে ম্রুণালের বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্রের দাবি, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই তার। কারণ ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে ম্রুণালের একটি বড় বাজেটের সিনেমা। পাশাপাশি মার্চ মাসে মুক্তি পাবে তার একটি তেলুগু চলচ্চিত্র।
বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা। অন্যদিকে ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের গুঞ্জনকে ‘ভুয়া’ ও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে ম্রুণাল ঠাকুরের সিনেমা ‘সন অব সরদার ২’-এর একটি অনুষ্ঠানে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে গুঞ্জনের সূত্রপাত। এরপর থেকে তাদের একসঙ্গে দেখা গেলেই তা নিয়ে নানা ধরনের জল্পনা ছড়াচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন