ছবি: সংগৃহীত
ঢাকার অভ্যন্তরের ও চারপাশের সব জলাধারের কার্যকর ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার কার্যক্রম যৌথভাবে শুরু করেছে দুই সিটি করপোরেশন। এর অংশ হিসেবে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২রা ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের বাউনিয়া খাল (পুলিশ স্টাফ কলেজের পেছনে) সংস্কার কাজের উদ্বোধন করা হয়। মিরপুর-১৩-তে আয়োজিত খনন কার্যক্রমের উদ্বোধন করতে অর্ন্তবর্তী সরকারের তিন উপদেষ্টা লাল গালিচায় হেঁটে খালে নামেন। এরপর তারা ভাসমান এস্কেভেটরে উঠে খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, ‘ছয়টি খালের মধ্যে ডিএনসিসি এলাকায় আছে চারটি খাল- বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি। ডিএসসিসি এলাকার আছে দুটি খাল- মান্ডা ও কালুনগর।
হা.শা./ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন