বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

এই দ্বীপে মানুষের চেয়ে ছাগল বেশি, ধরতে পারলেই মালিক!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

ইতালির প্রত্যন্ত এলাকার একটি দ্বীপ, নাম অ্যালিকুডি। এই দ্বীপে মাত্র ১০০ মানুষের বাস। দ্বীপগুলোতে বেশি মানুষ থাকার কথাও না। এমনিতেই এসব এলাকায় বাসিন্দা কম। মজার ব্যাপার হলো, এখানে মানুষের চেয়ে ছাগলের সংখ্যা বেশি।

সংবাদমাধ্যম সিএনএন বলছে, এখানে প্রায় ৬০০ ছাগল রয়েছে। 

অতিরিক্ত এই ছাগল নিয়ে বেশ বিপাকেই পড়েছেন দ্বীপবাসী। এগুলো সব বুনো ছাগল হওয়ায় পোষ মানানো যায় না। যখন তখন আক্রমণ করে বসে মানুষের বাড়িতে। ভেঙে ফেলে বাড়ির সব আসবাব। এমনকি মানুষের ওপরও আক্রমণ চালায়।

এই সমস্যার সমাধান পেতে অভিনব এক ঘোষণা দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। তারা বলছেন, এখানে যে কেউ এসে যদি ছাগল ধরতে পারেন, তাহলে সেই ছাগল তার হয়ে যাবে। শর্ত হচ্ছে, ছাগল নিয়ে দ্বীপের বাইরে চলে যেতে হবে। 

আরো পড়ুন : ৪৭ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি গরু!

স্থানীয় মেয়র রিকার্ডো গ্যালো ঘোষণা দিয়েছেন, চাইলে যে কেউ এসব ছাগল দত্তক নিতে পারবেন। ছাগল পালনের জ্ঞান থাকা লাগবে না। চাইলে এসব ছাগল ধরে নিয়ে যেতে পারবেন। শুধু ধরার পর ছাগলগুলোকে নৌকায় করে দ্বীপ থেকে বের করে নিয়ে যেতে হবে।

এজন্য প্রথমে কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। এরপর নিয়ে আসতে হবে একটি নৌকা। এক ব্যক্তি সর্বোচ্চ ৫০টি ছাগলের মালিক হতে পারবেন। তবে সব ছাগল বের করে দেওয়া হবে না। পর্যটকদের জন্য রাখা হবে কিছু। 

২০ বছর আগে একজন কৃষক দ্বীপটিতে এসব ছাগল নিয়ে এসেছিলেন। দ্বীপে এনেই তিনি সেগুলোকে মুক্ত ছেড়ে দেন।

বছরের পর বছর অ্যালিকুডির পাহাড়ে-পর্বতে চরে ঘাস খেয়ে বেড়িয়েছে এসব বেওয়ারিশ ছাগল। আর এ সময়ে এসব বুনো ছাগলের বংশবৃদ্ধি হয়েছে অবিশ্বাস্য হারে। এতদিন এসব ছাগল এ দ্বীপের পাহাড়-পর্বতেই থাকত। সম্প্রতি আবাসিক এলাকায় প্রবেশ করে।

এস/ আই.কে.জে/

মানুষ দ্বীপ ছাগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250