শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

বাতাসে উড়ে যায় পূজার স্কার্ট, জ্ঞান হারায় স্পট বয়!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আমির খান অভিনীত আলোচিত সিনেমা ‘জো জিতা ওহি সিকান্দার’। মনসুর খান নির্মিত এ সিনেমার অন্যতম প্রধান চরিত্র রূপায়ন করেন পূজা বেদি। ১৯৯২ সালে মুক্তি পায় এটি।

সিনেমাটির অন্যতম জনপ্রিয় গান ‘পেহেলা নেশা’। এ গানের শুটিং করতে গিয়ে সেটে তৈরি হয়েছিল বিড়ম্বনা। ফলে একজন শুটিং বয় জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেই স্মৃতিচারণ করেছেন বলিউড নির্মাতা-কোরিওগ্রাফার ফারাহ খান।

‘পেহেলা নেশা’ শিরোনামের গানের ১ মিনিট ২৫ সেকেন্ড সময়ে পূজার একটি দৃশ্য রয়েছে। এ দৃশ্যে দেখা যায়, গাড়ির ওপর দাঁড়িয়ে আছেন পূজা বেদি। তার পরনে লাল রঙের স্কার্ট। এই দৃশ্যের শুটিংয়ের সময়ে তৈরি হয় জটিলতা।   

রেডিও নাশাকে দেওয়া সাক্ষাৎকারে ফারাহ খান বলেন, ‘মেরিলিন মনরো স্টাইলে পূজা বেদির শুটটি করার পরিকল্পনা আমার ছিল। পূজাকে বলেছিলাম, যখন ফ্যান বন্ধ করা হবে, তখন তুমি তোমার স্কার্ট ধরে রাখবে। যাহোক, প্রথম শুটের দিন একজন স্পট বয় ফ্যানটি ধরে ছিল। যখন ফ্যানটি চালু করা হয়, তখন পূজা তার পরনের স্কার্টটি নিচের দিকে চেপে ধরেনি। আর এ দৃশ্য দেখার পর স্পট বয় জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে পূজা বিন্দাস, এ নিয়ে তার কোনো মাথা-ব্যথাই ছিল না।’

‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন ফারাহ খান। এর মাধ্যমে কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন— আয়েশা ঝুলকা, দীপক তিজোরি, ইমরান খান, দেব মুখার্জি, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।

ওআ/ আই.কে.জে/

বিনোদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250