শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

মদ্যপানের পর 'অসুন্দরীকেও সুন্দরী' লাগে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ম‌‌‌দ্যপানে পুরুষের সৌন্দর্যবোধ লোপ পায়। 'অসুন্দর' নারীকেও পুরুষের কাছে তখন সুন্দরী মনে হয়। যেসব নারী পুরুষের স্বাভাবিকভাবে সঙ্গী হিসেবে পছন্দ নন, পুরুষের মদ্যপানের পর সেসব নারী আর অপছন্দের কাতারে থাকেন না। তখন পুরুষের কেবলই জাগ্রত হয় যৌন উত্তেজনা। নারীর দেহ স্পর্শ করার আর সঙ্গমের ইচ্ছা তার মধ্যে কাজ করে প্রবলভাবে।

এমনটাই বলা হচ্ছে আমেরিকার নেবরাস্কা–লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণা প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ‘সেক্স রোল’‌ নামের এক পত্রিকায়।

২১ থেকে ২৭ বছর বয়সী কলেজ পড়ুয়া যুবকদের ওপর মদের প্রভাব নিয়ে পরীক্ষা চালান গবেষকরা। কয়েক যুবককে কমলা লেবুর রসের সঙ্গে মদ দেওয়া হয়। যতক্ষণ না তাদের নেশা হয়, তাদের মদ পান করানো হয় ততক্ষণ। আর কয়েক জনকে মদের গন্ধ দেওয়া পানীয় দেওয়া হয়, যার মধ্যে নামমাত্র অ্যালকোহল ছিল। এ যুবকদের দৃষ্টিযন্ত্র দেওয়া হয়।

এর মাধ্যমে জানা যায়, নারীদের কোন অংশের ওপর দৃষ্টি রাখেন তারা। এরপর সেখানে ৮০ জন কলেজ ছাত্রীকে পার্টির পোশাক পরিয়ে পাঠানো হয়। এসব যুবক ওই নারীদের দেখে বিভিন্নজনে বিভিন্ন মন্তব্য করেন।

মদপানের পরে দেখা যায়, নারীদের দেখে পুরুষদের আগের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। আগে যাকে ‘‌মন্দ’, 'ভালো নয়' কিংবা 'চলে' রেটিং দেওয়া হয়েছে, মদ খাওয়ার পরে তাদেরই ‘‌আকর্ষণীয়’‌ বলে মন্তব্য করেছেন যুবকরা। মদপানের কারণে পুরুষরা নারীদের 'যৌনপণ্য' হিসেবে দেখেন বলেও জানিয়েছেন ওই গবেষক দলের প্রধান সারা গার্ভাইস।

জে.এস/

গবেষণা মদ্যপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250