প্রতীকী ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৬ কয়েদি। অর্ধেকের বেশি সাজাভোগ করা ১৬ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছে সরকার।
বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ১৬ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এসব বন্দিদের কারাগার থেকে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন