ছবি: সংগৃহীত
সৌদি আরবে মঙ্গলবার (২৭শে মে) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ই জিলহজ আগামী ৬ই জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে। দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ৫ই জুন পবিত্র হজ পালন হবে। খবর গালফ নিউজের।
এ ছাড়া ওমানও আগামী ৬ই জুন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপন হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ই জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপন হতে পারে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন