ছবি : সুখবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘আমি এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি এখানে ক্ষমতার জন্য আসিনি, এসেছি দায়িত্ব পালন করতে। আমি এবং আমার শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বলয় থাকবে না। আমি নিজে দুর্নীতি করবো না, অপরকেও দুর্নীতি করতে দেবো না তার শতভাগ গ্যারান্টি দিলাম। সর্বোপরি শিক্ষার্থীদের সাথে নিয়ে এ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে আমি কাজ করবো।’
মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার নিজ কর্মস্থলে যোগদান শেষে এসব কথা বলেন। এর আগে তিনি ক্যাম্পাসে পৌঁছান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আরো পড়ুন : জানুয়ারির শুরুতেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
এরপর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি’র সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্তবাংলা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ড. নসরুল্লাহ।
আবির/এস/কেবি