শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যুগোত্তীর্ণের দুয়ারে বাতিঘর থিয়েটার : শিল্পকলায় মঞ্চস্থ হবে তিনটি নাটক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আলোর যাত্রায় অবিচল থেকে বাতিঘর থিয়েটার যুগোত্তীর্ণের দুয়ারে। এ উপলক্ষে আজ ৮ থেকে ১০ই জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাতিঘর নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে সময়ের আলোচিত ও দর্শকনন্দিত বাতিঘরের তিনটি নাটক মঞ্চস্থ হবে। 

৮ই জুন (শনিবার) সন্ধ্যা ০৭:১৫ মিনিটে নাটকঃ ঊর্ণাজাল, রচনা ও নির্দেশনাঃ বাকার বকুল।
৯ই জুন (রবিবার) সন্ধ্যা ০৭:১৫ মিনিটে নাটকঃ মাংকি ট্রায়াল, নির্দেশনাঃ মুক্তনীল।
১০ই জুন (সোমবার) সন্ধ্যা ০৭:১৫ 
মিনিটে নাটকঃ ভগবান পালিয়ে গেছে, রচনা ও নির্দেশনাঃ মুক্তনীল।

এছাড়া প্রতিদিন বিকাল ৫টা থেকে শিল্পকলা প্রাঙ্গনে থাকছে বাতিঘরের সদস্যদের র‍্যালি, গান, পারফর্মেন্স আর্ট ও বিভিন্ন ইন্সটলেশন আর্ট। 

আরো পড়ুন : স্বস্তিকার মতোই উষ্ণতা ছড়াচ্ছেন কন্যা অন্বেষা

এস/ আই.কে.জে/

বাতিঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমী

খবরটি শেয়ার করুন