শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিনা মূল্যে ভাষা শেখার ৫ অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন ভাষা শিখতে যারা ইচ্ছুক তারা পড়াশোনা বা কাজের ফাঁকে কিছু অ্যাপ ব্যবহার করে ভাষা শেখার চর্চা করতে পারেন, যুক্ত হতে পারেন ভাষাভিত্তিক বিভিন্ন দল বা কমিউনিটিতে। জেনে নিন এমন কিছু অ্যাপের খোঁজ বা বিনা মূল্যে ভাষা শেখার ৫ অ্যাপ সম্পর্কে-

ডুয়োলিঙ্গো : ডুয়োলিঙ্গো সাম্প্রতিক সময়ে ভাষা শেখার আলোচিত অ্যাপের একটি। এই ভাষা শেখার অ্যাপ থেকে ৪০টির বেশি ভাষা শেখা সম্ভব। ভিডিও গেম থেকে শুরু করে নানা মজার উপায়ে ভাষা শেখানোর চেষ্টা করে ডুয়োলিঙ্গো। ভাষার ওপর বিভিন্ন কুইজ ও আলোচনাও থাকে। উচ্চারণ উন্নত করতে অ্যাপটি ‘স্পিচ রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে। প্লে স্টোরে অ্যাপে ৩ কোটির বেশি রিভিউ দেখা যায়।

বাবেল : ব্যবহারিক কথোপকথন দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে এই অ্যাপের মাধ্যমে ভাষা শেখার সুযোগ আছে। একেকটি ভাষার একেকটি সেশনের দৈর্ঘ্য ১০-১৫ মিনিট বলে সময় খুব বেশি লাগে না। বিভিন্ন ভাষার ওপর বাস্তব জীবনের সংলাপ ও প্রয়োগের বিষয়টি মাথায় রেখে অ্যাপটি কাজ করে। এই অ্যাপের মাধ্যমে ১৪টি ভাষা শেখার সুযোগ আছে।

আরো পড়ুন : রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন গাঁদা ফুল!

মেমোরাইজ : মেমোরাইজ বাস্তব ঘটনাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ভাষার ওপর দক্ষতা অর্জনের সুযোগ দেয়। বিষয় ধরে ধরে সমার্থক নানা শব্দ শিখতে পারেন শিক্ষার্থীরা। প্রায় ৩০টি ভাষা শেখার সুযোগ আছে এই অ্যাপে। এ অ্যাপে বিভিন্ন ভাষার স্থানীয় ব্যবহারকারীদের ভিডিও ক্লিপ আছে, যা ব্যবহারকারীর উচ্চারণ ও প্রসঙ্গ বুঝতে সাহায্য করে।

লিঙ্গোডিয়ার : এই অ্যাপ থেকে এশীয় ও ইউরোপীয় বিভিন্ন ভাষা শেখার সুযোগ আছে। বিভিন্ন ভাষার ব্যাকরণ, শব্দভান্ডার ও উচ্চারণকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অ্যাপে কোর্স করা যায়। ভাষাসংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা, ফ্ল্যাশকার্ড ও কুইজ আছে এখানে।

চ্যাটজিপিটি : বর্তমান সময়ের জনপ্রিয় ওয়েবসাইট-চ্যাটচজিপিটিও কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে দারুণ কার্যকর। একজন শিক্ষক বা বন্ধুর মতো করেই চ্যাটজিপিটি আপনাকে ভাষা শেখাবে। নিজের সুবিধামতো নির্দেশনা দিয়ে আপনি ভাষা শিখতে পারেন। লেখার পাশাপাশি ‘ভয়েস ফিচার’ ব্যবহার করে ঝালিয়ে নিতে পারেন আপনার ভাষা দক্ষতা।

এস/কেবি

ভাষা শেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250