রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ

বিনা মূল্যে ভাষা শেখার ৫ অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন ভাষা শিখতে যারা ইচ্ছুক তারা পড়াশোনা বা কাজের ফাঁকে কিছু অ্যাপ ব্যবহার করে ভাষা শেখার চর্চা করতে পারেন, যুক্ত হতে পারেন ভাষাভিত্তিক বিভিন্ন দল বা কমিউনিটিতে। জেনে নিন এমন কিছু অ্যাপের খোঁজ বা বিনা মূল্যে ভাষা শেখার ৫ অ্যাপ সম্পর্কে-

ডুয়োলিঙ্গো : ডুয়োলিঙ্গো সাম্প্রতিক সময়ে ভাষা শেখার আলোচিত অ্যাপের একটি। এই ভাষা শেখার অ্যাপ থেকে ৪০টির বেশি ভাষা শেখা সম্ভব। ভিডিও গেম থেকে শুরু করে নানা মজার উপায়ে ভাষা শেখানোর চেষ্টা করে ডুয়োলিঙ্গো। ভাষার ওপর বিভিন্ন কুইজ ও আলোচনাও থাকে। উচ্চারণ উন্নত করতে অ্যাপটি ‘স্পিচ রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে। প্লে স্টোরে অ্যাপে ৩ কোটির বেশি রিভিউ দেখা যায়।

বাবেল : ব্যবহারিক কথোপকথন দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে এই অ্যাপের মাধ্যমে ভাষা শেখার সুযোগ আছে। একেকটি ভাষার একেকটি সেশনের দৈর্ঘ্য ১০-১৫ মিনিট বলে সময় খুব বেশি লাগে না। বিভিন্ন ভাষার ওপর বাস্তব জীবনের সংলাপ ও প্রয়োগের বিষয়টি মাথায় রেখে অ্যাপটি কাজ করে। এই অ্যাপের মাধ্যমে ১৪টি ভাষা শেখার সুযোগ আছে।

আরো পড়ুন : রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন গাঁদা ফুল!

মেমোরাইজ : মেমোরাইজ বাস্তব ঘটনাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ভাষার ওপর দক্ষতা অর্জনের সুযোগ দেয়। বিষয় ধরে ধরে সমার্থক নানা শব্দ শিখতে পারেন শিক্ষার্থীরা। প্রায় ৩০টি ভাষা শেখার সুযোগ আছে এই অ্যাপে। এ অ্যাপে বিভিন্ন ভাষার স্থানীয় ব্যবহারকারীদের ভিডিও ক্লিপ আছে, যা ব্যবহারকারীর উচ্চারণ ও প্রসঙ্গ বুঝতে সাহায্য করে।

লিঙ্গোডিয়ার : এই অ্যাপ থেকে এশীয় ও ইউরোপীয় বিভিন্ন ভাষা শেখার সুযোগ আছে। বিভিন্ন ভাষার ব্যাকরণ, শব্দভান্ডার ও উচ্চারণকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অ্যাপে কোর্স করা যায়। ভাষাসংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা, ফ্ল্যাশকার্ড ও কুইজ আছে এখানে।

চ্যাটজিপিটি : বর্তমান সময়ের জনপ্রিয় ওয়েবসাইট-চ্যাটচজিপিটিও কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে দারুণ কার্যকর। একজন শিক্ষক বা বন্ধুর মতো করেই চ্যাটজিপিটি আপনাকে ভাষা শেখাবে। নিজের সুবিধামতো নির্দেশনা দিয়ে আপনি ভাষা শিখতে পারেন। লেখার পাশাপাশি ‘ভয়েস ফিচার’ ব্যবহার করে ঝালিয়ে নিতে পারেন আপনার ভাষা দক্ষতা।

এস/কেবি

ভাষা শেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250