বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

দীর্ঘ অপেক্ষার পর আসছে শুভ-ঐশীর ‘নূর’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী অভিনীত সিনেমা নূর। ২০২২ সালের জুলাইয়ে সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেওয়া হয়, কিন্তু ত্রুটির কারণে তখন ছাড়পত্র দেওয়া হয়নি। পরে সংশোধনের পর বছরের শেষ দিকে অনুমোদন মিললেও প্রায় তিন বছর পার হয়ে গেছে। 

জানা গেছে, প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটিতে মুক্তি পাবে এটি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দু-এক দিনের মধ্যে ট্রেলার প্রকাশের সম্ভাবনা রয়েছে। নূর সিনেমার পরিচালক রায়হান রাফি বর্তমানে অন্য একটি সিনেমার কাজে ব্যস্ত। প্রথমে প্রযোজনার দায়িত্বে ছিল শাপলা মিডিয়া। 

২০২৪ সালের জুনে সিনেমাটির স্বত্ব কিনে নেয় কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এরপর পরিচালক, প্রযোজক ও প্রধান অভিনেতাদের মধ্যে একাধিক সভা অনুষ্ঠিত হয়, যাতে সিনেমাটি মুক্তির সর্বোত্তম পথ নির্ধারণ করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়, এটি ওটিটিতে প্রদর্শিত হবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২৮শে নভেম্বর বা আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে এ সিনেমা দেখানো হবে।

পরিচালক রায়হান রাফি বলেন, ‘অনেক দিন আগের ছবি হলেও দেখার পর মনে হয়েছে, এটি ওটিটিতে মুক্তি পেলে দর্শকের জন্য ভালো অভিজ্ঞতা হবে।’ শুটিংয়ের সময় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও এখন মনে হয়নি। প্রধান দুই অভিনয়শিল্পীও প্রাথমিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তির ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে পেশাদারত্বের কারণে সিনেমার প্রচারণামূলক ফটোশুটে তারা অংশ নিয়েছেন।

শুভ ও ঐশী প্রথম ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেছেন, এরপর দেখা গেছে ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এ। নূর এ জুটির তৃতীয় সিনেমা।

সম্প্রতি ঐশী ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। আরিফিন শুভও পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমার শুটিং শেষ করেছেন এবং বলিউডে ‘জ্যাজ সিটি’ সিরিজের শুটিং করেছেন।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250