সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে থাকবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান (ফাইল ছবি)

রমজানে অযৌক্তিকভাবে কেউ যাতে জিনিসপত্রের দাম বাড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য মাঠে থাকবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানান, রমজান মাসে কোনো কুচক্রি মহল যেন বাজারে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ভোক্তা অধিদফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ডিএমপি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সবার ক্রয়সীমার মধ্যে রাখতে আমরা কাজ করবো। কেউ যেন দ্রব্যমূল্য নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য ডিএমপি মোবাইল কোর্ট পরিচালনা করবে। রমজান শুরু হওয়ার আগেই পুলিশ এসব কার্যক্রম শুরু করবে বলে জানান ডিএমপি কমিশনার।

আই.কে.জে/ 

পণ্যমূল্য

খবরটি শেয়ার করুন