রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১০ জনের দল নিয়েই ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসে ফাইনাল খেলা দুটি দলই ছিল ব্রাজিলের। বোটাফোগো ও অ্যাতলেটিকো মিনেইরোর মধ্যকার ফাইনালটি হয়েছে উত্তেজনায় ঠাসা। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বোটাফোগো। তবে শেষ পর্যন্ত তারাই ৩-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে হয় মহাদেশীয় ক্লাব ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্রথমবার লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন হওয়ার পথে বোটাফোগোর হয়ে একটি করে গোল করেছেন লুইজ হেনরিক, অ্যালেক্স টেলেস এবং জুনিয়র সান্তোস। অন্যদিকে, মিনেইরোর পক্ষে এদুয়ার্দো ভার্গাস একমাত্র গোলটি করে ব্যবধান কমান।

ম্যাচজুড়ে দাপট ছিল মিনেইরোর, জয় কেবল বোটাফোগোর দখলে গেছে। স্বাভাবিকভাবেই ১০ জনের দল নিয়ে চ্যাম্পিয়দের ম্যাচজুড়ে তটস্থ থাকতে হয়েছে, তাদের পায়ে বলের দখল ছিল মাত্র ২০ শতাংশ। এমনকি পুরো ম্যাচে শট নিয়েছে মাত্র ৮টি, যার মধ্যে গোলের লক্ষ্যে ৩টি। অন্যদিকে, ৮০ শতাংশ বল দখলে রেখে মিনেইরো ২২টি শট নিয়েছে। যদিও বেলো হরিজন্তের ক্লাব কেবল ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

আরো পড়ুন : সবচেয়ে কম ওভারে টেস্ট জয়ের রেকর্ড ইংল্যান্ডের

ব্রাজিলের রিও ডি জেনেইরোর ক্লাব বোটোফোগো ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় মিডফিল্ডার গ্রেগরি লাল কার্ড দেখায়। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় লাফিয়ে উঠে তিনি মিনেইরোর ফাউস্তো ভেরার মুখে লাথি মেরে বসেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান বোটাফোগোর এই তারকাকে। এরপর থেকে ক্রমাগত মিনেইরোর আক্রমণ সামলাতে খাবি খেতে হয়েছে ক্লাবটিকে। 

ম্যাচের ৩৫ মিনিটে হেনরিকের গোলে লিড নেয় বোটাফোগো। বিরতির আগেই তারা লিড ব্যবধান দ্বিগুণ করে। আবারও আক্রমণে উঠে মিনেইরোর রক্ষণে ঢুকে গেলে গোলরক্ষক এভারসন হেনরিককে ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। ৪৪তম মিনিটে সফল লক্ষ্যভেদে মিডফিল্ডার টেলেস বোটাফোগোর স্কোরলাইন ২-০ করেন।

মিনেইরো অবশ্য দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান কমায়। বদলি নামা এদুয়ার্দো ভার্গাস ৪৭তম মিনিটে দারুণ এক কর্নারে হেডে গোল করেন। তবে চিলিয়ান এই তারকার ‍উদযাপন শেষ পর্যন্ত স্থায়ী করতে পারেনি মিনেইরো। নিশ্চিত হারের পথে থাকার পর যোগ করা সময়ের সপ্তম মিনিটে আরেকটি গোল করে বোটাফোগো। জুনিয়র সান্তোসের গোলে তারা বড় জয় নিয়ে প্রথমবার লিবার্তাদোরেসের শিরোপা উৎসবে মাতে।

২০২৫ সালে প্রথমবার ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। কোপা লিবার্তাদোরেস জিতে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই বৈশ্বিক প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। 

এস/ আই.কে.জে/

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন