শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

মিস ইউনিভার্সের মালিকদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক পাচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে প্রতারণা এবং মাদক ও অস্ত্র পাচার নিয়ে বির্তকের অভিযোগ উঠেছে। এর মধ্যে থাইল্যান্ডে প্রতারণার অভিযোগে মালিকদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের বিরুদ্ধে মেক্সিকোয় মাদক ও অস্ত্র পাচারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আল–জাজিরা। 

মিস ইউনিভার্স প্রতিষ্ঠানটির একসময় মালিক ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সাল থেকে থাই ধনকুবের অ্যান জেকাফং জেকরাটাটিপ এবং তার কোম্পানি জে কে এন গ্লোবাল প্রতিষ্ঠানটির মালিকানা কিনে নিয়েছে।

থাইল্যান্ডে গ্রেপ্তারি পরোয়ানা

থাইল্যান্ডে জেকরাটাটিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি জে কে এন গ্লোবালের একজন বিনিয়োগকারীর সঙ্গে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার নিয়ে আইনি বিরোধে জড়িয়েছেন। চলতি সপ্তাহে তিনি ব্যাংককের আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন। থাই গণমাধ্যম অনুসারে, ব্যাংকক সাউথ ডিস্ট্রিক্ট কোর্ট গতকাল বুধবার (২৬শে নভেম্বর) জানিয়েছে, তারা জেকরাটাটিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে তিনি কোথায় আছেন, তা জানা যায়নি।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, জেকরাটাটিপ ও জে কে এন গ্লোবাল ২০২৩ সাল থেকে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে। ওই সময় থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছিল। এপির প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি ২০২৪ সালে থাইল্যান্ডের দেউলিয়া আদালতে ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটির প্রায় ৯ কোটি ২৬ লাখ ডলার ঋণ রয়েছে।

চলতি বছরের শুরুতে থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জেকরাটাটিপ ও জে কে এন গ্লোবালের বিরুদ্ধে আর্থিক বিবৃতিতে ‘মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য’ প্রকাশ করার অভিযোগ আনে। এ জন্য তাদের প্রায় ১ লাখ ২৪ হাজার ডলার জরিমানা করে।

এসইসি বিবৃতিতে বলেছে, জে কে এন গ্লোবাল বিনিয়োগকারীদের কাছে মেক্সিকোর ব্যবসায়ী রাউল রোচা ক্যান্টু ও তার কোম্পানি হেরিটেজ হোল্ডিং গ্রুপ ইউএসএ ইনকরপোরেটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে কিছুই প্রকাশ করেনি। ২০২৩ সালে করা ওই চুক্তি অনুযায়ী, জে কে এন গ্লোবাল রোচার প্রতিষ্ঠানের কাছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৫০ শতাংশ শেয়ার বিক্রি করেছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, এসইসির জরিমানা ও আদালতের গ্রেপ্তারির পরোয়ানা জারির পর জেকরাটাটিপ প্রতিষ্ঠানটির সব পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি এখনো প্রতিষ্ঠানটির শেয়ারধারী। চলতি মাসের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত সর্বশেষ মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও তিনি উপস্থিত ছিলেন না।

মেক্সিকোতে তদন্ত

বার্তা সংস্থার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রেসিডেন্ট রাউল রোচা ক্যান্টু মেক্সিকোতে আরেক আইনি জটিলতার মুখে পড়েছেন। মেক্সিকোর প্রসিকিউটররা গতকাল জানিয়েছেন, মেক্সিকো ও গুয়াতেমালার মধ্যে অস্ত্র, মাদক ও জ্বালানি পাচারের অভিযোগে তার বিরুদ্ধে চলছে।

এএফপির খবরে বলা হয়েছে, এসব ঘটনায় জড়িত থাকার কারণে মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অবশ্য রোচা ক্যান্টুর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

২১শে নভেম্বর মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হয়। তবে কারচুপির অভিযোগসহ বিভিন্ন কেলেঙ্কারির কারণে প্রতিযোগিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

জে.এস/

মিস ইউনিভার্স প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250