বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়াপারসহ চার পণ্য বাজারে আনলো রেডিয়েন্ট কেয়ার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

বাংলাদেশের গ্রাহকদের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে কিন্ডার কমফি-ফিট প্যান্ট ডায়াপারসহ নতুন চারটি পণ্য বাজারে এনেছে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। আন্তর্জাতিক সব মান নিশ্চিত করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এসব পণ্য বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

নতুন পণ্য ৪টি হলো- কিন্ডার বেবি ডায়াপার, উজ্জ্বল লন্ড্রি ডিটারজেন্ট পাউডার, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিন ও ড্যান জিরো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু।

গত শুক্রবার (২৯শে নভেম্বর) ঢাকার রেডিসন ব্লু হোটেলের বল রুমে ‘আনভেইলিং ড্রিমস’ নামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পণ্যের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশের গ্রাহকদের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড টয়লেট্রিজ পণ্যের বাজারজাতকরণের মধ্য দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করে।

বর্তমানে রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড 'রেডি' স্কিন কেয়ার ব্র্যান্ড 'কমেলি', বেবি কেয়ার ব্র্যান্ড 'কিন্ডার', পার্সোনাল হাইজিন কেয়ার ব্র্যান্ড 'রেক্সল' এবং ফিমেল হাইজিন কেয়ার ব্র্যান্ড 'শিউলি' ভোক্তাদের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে।

রেডিয়েন্ট গ্রুপের অন্যতম এই প্রতিষ্ঠান শুরু থেকে বিশ্বমানের পণ্য উৎপাদনের লক্ষ্যে কোম্পানির সকল কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে। পণ্য মানের এই ধারাবাহিকতা ধরে রাখতে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড জার্মান ও তাইওয়ানসহ বিশ্বের উন্নত দেশগুলোর মেশিনের মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ অবস্থিত নিজস্ব ফ্যাক্টরিতে ইতোমধ্যে পণ্য উৎপাদন শুরু করেছে। ব্যবসায়িক এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করতে এবং নতুন সম্ভাবনার দ্বারপ্রান্ত উন্মোচনে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড গত ২৯শে নভেম্বর ঢাকার রেডিসন ব্লু হোটেলে নতুন চারটি পণ্যের মোড়ক উন্মোচন করে।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্ট গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের এমডি, ডিএমডি, ডিরেক্টরসহ কোম্পানির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানির পরিবেশকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘আনভেইলিং ড্রিমস’ নামের এই অনুষ্ঠানে নতুন পণ্য হিসাবে কিন্ডার বেবি ডায়াপার, উজ্জ্বল লন্ড্রি ডিটারজেন্ট পাউডার, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিন ও ড্যান জিরো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডা. আ ক ম মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাসফিয়া জাহেদী, হেড অফ মার্কেটিং ফজল মাহমুদ রনি এবং হেড অফ সেলস রেজওয়ান হামিদ সিজান বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বক্তব্যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন 'রেডিয়েন্ট কেয়ার লিমিটেড খুব অল্প সময়ের মধ্যে কোম্পানির সেলস নেটওয়ার্ক প্রসার করতে পেরেছে এবং দেশি পণ্য হিসাবে পণ্যের গুণগত মানের জন্য দ্রুত সময়ের মধ্যে ভোক্তাদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছে যা সত্যি আমাদের জন্য অনেক আনন্দের। আমাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা হিসাবে আমরা আগামী  দিনগুলোতে আরও নতুন নতুন পণ্য আপনাদের জন্য উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছি।'

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদী। বক্তব্যে তিনি বলেন, 'রেডিয়েন্ট গ্রুপের ব্যবসায়িক ভিত্তি হচ্ছে কোয়ালিটি আর সেই ধারাবাহিকতা হিসাবে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড বিশ্বমানের পণ্য ভোক্তাদের জীবনমান উন্নয়নে সকলের কাছে পৌঁছে দেবে।'

রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের জন্য আকর্ষণীয় রেফেল-ড্র ও জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

ওআ/কেবি

রেডিয়েন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250