বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

ফোন নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ফোন নম্বর প্রকাশের কারণে অনেক সময় সরাসরি ফোন করেন অপরিচিত ব্যক্তিরা। আর এ ঝামেলা এড়াতে ‘ইউজারনেম’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। খবর ইডব্লিউএনের।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এটি চালু হলে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর প্রকাশ  না করেই পরিচিত বা অপরিচিত সবার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে (২৫.১৭.১০.৭০) ইউজারনেম সুবিধা যুক্ত করার কাজ চলছে। তবে সুবিধাটির কার্যকারিতা এখনো পরীক্ষা করা না হলেও কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

এদিকে হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ‘ইউজারনেম’ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা অক্ষর ও সংখ্যার সংমিশ্রণে একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। এ ক্ষেত্রে ইউজারনেমে ডট (.) ও আন্ডারস্কোর (_) ছাড়া অন্য কোনো বিশেষ অক্ষর ব্যবহার করা যাবে না। 

এতে আরও জানানো হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে ইউজারনেমের শুরুতে ‘ডব্লিউডব্লিউডব্লিউডট’ (www.) এবং শেষে ডটকম (.com) বা অন্য কোনো ডোমেইন যুক্ত করা যাবে না। এ ছাড়া একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। আর কেউ ইউজারনেম পরিবর্তন করলে, বার্তার মাধ্যমে তা অন্যদের জানিয়ে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপের নতুন এ সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বর্তমানের তুলনায় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন, খুব শিগগির সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু হতে পারে।

আরএইচ/

হোয়াটসঅ্যাপ ইউজারনেম সুবিধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন