মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

গাছ কাটলে বের হচ্ছে রক্ত, শোনা যাচ্ছে অলৌকিক শব্দ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাছ কাটতে গিয়ে অলৌকিক শব্দ শুনে অসুস্থ হয়ে পড়ছেন কাঠুরেরা। গাছ কাটার পর তার শেকড় থেকে রক্ত বের হচ্ছে! এ খবর পেয়ে গাছগুলোকে ঘিরে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। 

ঘটনাটি মাগুরা সদর উপজেলার ১৮ খাদ্য ইউনিয়নের চন্দন প্রতাপ গ্রামের। কয়েকটি গাছ কাটতে গিয়ে অলৌকিক ঘটনার শিকার হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

গাছগুলোকে ঘিরে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। গাছের গোড়া পরিষ্কার করে সেখানে পূজা পার্বণের ব্যবস্থা করছেন স্থানীয়রা। অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছের কাছে এসে সেখানে পূজা দিয়ে সেখানকার ধুলি মাথায় নিচ্ছেন। 

চন্দন প্রতাপ গ্রামের বিপুল সরকার ও তার ভাইদের পৈত্রিক সূত্রে পাওয়া মাঠের মধ্যে কয়েকটি শিমুল গাছ। সম্প্রতি গাছগুলি বিক্রি করেন উত্তম বিশ্বাস নামের এক কাঠুরিয়ার কাছে।  

কাঠুরিয়া গাছগুলো কাটতে গেলে কিছু অলৌকিক শব্দ শুনতে পান। প্রথমে বিষয়টি আমলে না নিয়ে গাছের গোড়ায় কুঠার চালাতে থাকেন তিনি, এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন কাঠুরিয়া। এর মাঝে মানুষ রূপেই কণ্ঠস্বর দিয়ে বলেছে যে, খবরদার এই গাছ কাটবি না। এমন শব্দ শুনে ভয়ে চিৎকার শুরু করেন তিনি। এতে আশেপাশের লোকজন এসে তাকে টানাটানি করতে থাকেন।

মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ ওই গাছটি দেখতে ভিড় জমান। উৎসাহীরা গাছের জায়গাটি পরিষ্কার করে সেখানে পূজা পার্বণের ব্যবস্থা করেন। এরপর থেকে এলাকাটি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। 

ওআ/কেবি





গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন