বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

সাত বিভাগে কিশোরীদের ‘জরায়ু ক্যানসার’ প্রতিরোধে দেওয়া হবে টিকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে এক ডোজ টিকাই যথেষ্ট। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) থেকে ঢাকা বাদে দেশের ৭টি বিভাগে শুরু হতে যাচ্ছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ কিশোরীকে বিনা মূল্যে এ টিকার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার।

বুধবার (২৩শে অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আহম্মেদ কবির তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এইচপিভি টিকা ওপর সচেতনামূলক সভা করেন।

এইচপিভি টিকা নিলে কোনো প্রকার সমস্যা হবে না কিশোরদের। ইতোমধ্যে একটি চক্র বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ টিকা নিলে ভবিষ্যতে কিশোরীদের ক্ষতি হবে। এটি  গুজব। আমরা লক্ষ্য করছি আমাদের দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট। এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

আরও পড়ুন: ডিমের সিন্ডিকেট রুখতে অভিযান, খামারিকে লাখ টাকা জরিমানা

সংবাদ সম্মেলনে জানানো হয় আগামীকাল বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে এইচপিভি টিকা অনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

লক্ষ্মীপুরে প্রায় ১ লাখ ১২ হাজার কিশোরী বিনামূল্যে এ এইচপিভি টিকা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন আহম্মেদ কবিরের সঙ্গে উপস্থিত ছিলেন, জেলার তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান।

সভায় আরও জানানো হয়, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে জেলার পৌরসভাসহ পাঁচটি উপজেলায় স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালিত এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে ২৪শে অক্টোবর থেকে চলবে আগামী ২৩শে নভেম্বর পর্যন্ত।

এসি/কেবি

‘জরায়ু ক্যানসার’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন