ফাইল ছবি
ফুটবল প্রতীকের জন্য ভোট চেয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষের এত ভালোবাসা পাব, কখনো কল্পনা করিনি বলে জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার (২৬শে জানুয়ারি) ঢাকা-৯ আসনের নির্বাচনী এলাকা সবুজবাগ–মাদারটেকে প্রচারের সময় সাংবাদিকদের কাছে এ অভিব্যক্তি জানান তিনি।
তাসনিম জারা বলেন, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কল্পনাও করিনি যে এত ভালোবাসা পাবো। আমরা একদম রাস্তায়, বাজারে, তাদের উঠানে গিয়ে কথা বলছি, কথা শুনছি। একদম তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি।
জারা বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাঁটছি। হেটে হেটে কথা শুনছি। সমস্যাগুলোর কথা শুনছি। জনপ্রতিনিধির কাছ থেকে তাদের প্রত্যাশাগুলোর কথা শুনছি। সবাই খুব মন খুলে কথা বলছেন এবং খুব কাছ থেকে গ্রহণ করছেন।
জারা আরো বলেন, অনেক ভালোবাসা পাচ্ছি। কেউ খাবার দিচ্ছেন, কেউ চকলেট দিচ্ছেন। ছোট বাচ্চারা এগিয়ে আসছেন। বাচ্চাদেরকে নিয়ে আসছেন কথা বলতে, ছবি তুলতে। মুরুব্বিরা দোয়া করে যাচ্ছেন। সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা।
জে.এস/
খবরটি শেয়ার করুন