ছবি: সংগৃহীত
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটি সোমবার (৩০শে ডিসেম্বর) তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রোববার (২৯শে ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্ট দাখিলের জন্য তাদের তিনদিনের সময় দেওয়া আছে। কালকে কিছুটা জানতে পারবো।
তথ্য উপদেষ্টা বলেন, ঘটনাটি আমাদের সবার মধ্যে একটি উদ্বেগের সৃষ্টি করেছে। সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজও হতে পারে। আর যদি সে রকমটা না হয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ে যাতে না ঘটে সেটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে সেটা বলতে পারবো।
ওআ/কেবি